• 0721-762021
 • English

আরডিএ’র ওয়েবসাইটে স্বাগতম

রাজশাহী শহর পদ্মা নদীর উত্তর উপকূলে অবস্থিত। জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। ১৮২৫ সালে জেলা সদর প্রতিষ্ঠিত হয় এ শহরে এবং ১৯৪৭ সালে বিভাগীয় সদর প্রতিষ্ঠিত হয়। অপরদিকে ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা গঠিত হয় এবং ১৯৮৭ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সময়ের সাথে সাথে এই শহরে গড়ে ওঠে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিমান বন্দর, রেডিও বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান স্থাপনের ফলে শহরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং অনেকটা অপিরকল্পিতভাবে এই নগরী গড়ে উঠতে থাকে। পরিকল্পিত উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৬ সালের ৭৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। মহাপরিকল্পনা অনুযায়ী নগরের পরিকল্পিত উন্নয়নের লক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।

আরডিএ’র কার্যক্রম

 • রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভুক্ত এলাকায় পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
 • মহাপরিকল্পনা অনুযায়ী ভূমি ব্যবহার ও ইমারত নির্মাণ নিয়ন্ত্রণ
 • নগরীর চাহিদাকে অগ্রাধিকার দিয়ে মহাপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন
 • অধ্যাদেশ ও ইমারত নির্মাণ আইন অনুসারে ভৌত উন্নয়ন নিয়ন্ত্রণ করা এবং অপরিকল্পিত ইমারত নির্মাণ রোধ করা।

কর্তৃপক্ষের কাঠামো

রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত।
 1. চেয়ারম্যান (সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত)।
 2. চেয়ারম্যান, রাজশাহী পৌরসভা, রাজশাহী। (পদাধিকার বলে)
 3. জেলা প্রশাসক, রাজশাহী। (পদাধিকার বলে)
 4. গণপূর্ত অধিদপ্তর এর একজন প্রতিনিধি যার পদ মর্যাদা তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর নিম্নে নয়।
 5. সড়ক ও জনপথ অধিদপ্তর এর একজন প্রতিনিধি যার পদ মর্যাদা তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর নিম্নে নয়।
 6. টি.এন্ড.টি বোড এর একজন প্রতিনিধি যার পদ মর্যাদা তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর নিম্নে নয়।
 7. জনস্বাস্থ্য অধিদপ্তর এর একজন প্রতিনিধি যার পদ মর্যাদা তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর নিম্নে নয়।
 8. স্বাস্থ্য মন্ত্রণালয় এর একজন প্রতিনিধি।
 9. সরকার কর্তৃক নিযুক্ত ০৩ (তিন) জন অ-দাপ্তরিক সদস্য।